নোটারি সত্যায়িত করার ব্যাপার
বিভিন্ন দলিল বা ডকুমেন্ট সরকারিভাবে সত্যায়িত করাকেই নোটারি বা নোটারি পাবলিক বলা হয়।
কোনো গুরুত্বপূর্ণ দলিল বা ডকুমেন্টকে সত্যায়িত করতে গেলেই নোটারি পাবলিকের প্রয়োজন পড়ে।
নোটারি করা কেন দরকার হয়?
গুরুত্বপূর্ণ কোনো কাজে ডকুমেন্ট উপস্থাপন করতে হলে সাধারণত নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হয়।
বিদেশে যাওয়ার ক্ষেত্রে এই সত্যায়িত করা বাধ্যতামূলক।
》জমিজমা সংক্রান্ত দলিল-দস্তাবেজ, 》হলফনামা,
》বিবাহবিচ্ছেদ,
》গাড়ি বেচাকেনা,
》শিক্ষাগত যোগ্যতার সনদপত্র,
》 চারিত্রিক সনদপত্র,
》জন্ম-মৃত্যুর সনদপত্র এবং
》বিদেশে নাগরিকত্বের জন্য আবেদনের ক্ষেত্রে নোটারি পাবলিক দিয়ে সত্যায়িত করা বাধ্যতামূলক।
এ ছাড়া নিরাপত্তা জোরদার করতে বাণিজ্যিক দলিলপত্র তৈরিতে নোটারির ব্যবহার রয়েছে।
কীভাবে করবেন নোটারি??
নোটারি পাবলিক করতে গেলে আইনজীবী আপনার মূল কাগজপত্র যাচাই করে তা সত্যায়িত করবেন।
মূল কাগজপত্র বলতে :
> শিক্ষাগত যোগ্যতার সনদ
>জন্ম ও মৃত্যুর সনদ,
> চারিত্রিক সনদ ইত্যাদি।
আর যদি বিয়ে, তালাক কিংবা হলফনামা তৈরি করতে হলে উভয় পক্ষের উপস্থিতিতে নোটারি করতে হবে।
নোটারি বিধিমালা অনুযায়ী যিনি নোটারি করে দেন তাঁর নির্দিষ্ট কার্যালয় থাকতে হবে।
আর নোটারি করার সাইনবোর্ড কার্যালয় ছাড়া অন্য কোথাও ঝোলানো যাবে না।
সাবধান :
নোটারি করার সময় নিজে আইনজীবীর সামনে উপস্থিত থাকতে হবে।
অনেক সময় প্রার্থীর অনুপস্থিতিতে নোটারির কাজ সম্পাদন ও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে নোটারি করা হয়। অনেক অবৈধ নোটারি পাবলিক নিজেরাই সিলমোহর বানিয়ে প্রতারিত করে থাকেন।
এছাড়া মারা গেছেন এমন নোটারি পাবলিকের সিলমোহর ব্যবহার করেও অনেকে প্রতারিত করতে পারেন।
ভুয়া নোটারিরা অনেক ক্ষেত্রে সাদা কাগজে নোটারির কাজ সম্পন্ন করে অপরাধী চক্রকে বিভিন্নভাবে অপরাধ করতে সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে।
অতএব নোটারি করার আগে নোটারি পাবলিক সম্পর্কে ভালো করে জেনে নিন।