▶নোটারি সত্যায়িত করার ব্যাপার
▶বিভিন্ন দলিল বা ডকুমেন্ট সরকারিভাবে সত্যায়িত করাকেই নোটারি বা নোটারি পাবলিক বলা হয়।
▶কোনো গুরুত্বপূর্ণ দলিল বা ডকুমেন্টকে সত্যায়িত করতে গেলেই নোটারি পাবলিকের প্রয়োজন পড়ে।
▶নোটারি করা কেন দরকার হয়?
➡গুরুত্বপূর্ণ কোনো কাজে ডকুমেন্ট উপস্থাপন করতে হলে সাধারণত নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হয়।
➡ বিদেশে যাওয়ার ক্ষেত্রে এই সত্যায়িত করা বাধ্যতামূলক।
》জমিজমা সংক্রান্ত দলিল-দস্তাবেজ, 》হলফনামা,
》বিবাহবিচ্ছেদ,
》গাড়ি বেচাকেনা,
》শিক্ষাগত যোগ্যতার সনদপত্র,
》 চারিত্রিক সনদপত্র,
》জন্ম-মৃত্যুর সনদপত্র এবং
》বিদেশে নাগরিকত্বের জন্য আবেদনের ক্ষেত্রে নোটারি পাবলিক দিয়ে সত্যায়িত করা বাধ্যতামূলক।
▶এ ছাড়া নিরাপত্তা জোরদার করতে বাণিজ্যিক দলিলপত্র তৈরিতে নোটারির ব্যবহার রয়েছে।
⏩কীভাবে করবেন নোটারি??
➡নোটারি পাবলিক করতে গেলে আইনজীবী আপনার মূল কাগজপত্র যাচাই করে তা সত্যায়িত করবেন।
➡ মূল কাগজপত্র বলতে :
> শিক্ষাগত যোগ্যতার সনদ
>জন্ম ও মৃত্যুর সনদ,
> চারিত্রিক সনদ ইত্যাদি।
➡আর যদি বিয়ে, তালাক কিংবা হলফনামা তৈরি করতে হলে উভয় পক্ষের উপস্থিতিতে নোটারি করতে হবে।
➡নোটারি বিধিমালা অনুযায়ী যিনি নোটারি করে দেন তাঁর নির্দিষ্ট কার্যালয় থাকতে হবে।
➡আর নোটারি করার সাইনবোর্ড কার্যালয় ছাড়া অন্য কোথাও ঝোলানো যাবে না।
সাবধান :
➡নোটারি করার সময় নিজে আইনজীবীর সামনে উপস্থিত থাকতে হবে।
➡অনেক সময় প্রার্থীর অনুপস্থিতিতে নোটারির কাজ সম্পাদন ও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে নোটারি করা হয়। ➡অনেক অবৈধ নোটারি পাবলিক নিজেরাই সিলমোহর বানিয়ে প্রতারিত করে থাকেন।
➡এছাড়া মারা গেছেন এমন নোটারি পাবলিকের সিলমোহর ব্যবহার করেও অনেকে প্রতারিত করতে পারেন।
➡ভুয়া নোটারিরা অনেক ক্ষেত্রে সাদা কাগজে নোটারির কাজ সম্পন্ন করে অপরাধী চক্রকে বিভিন্নভাবে অপরাধ করতে সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে।
➡ অতএব নোটারি করার আগে নোটারি পাবলিক সম্পর্কে ভালো করে জেনে নিন।
***কারা নোটারি করার যোগ্যতা রাখেন:
▶নোটারিস অর্ডিন্যান্স এবং নোটারিস রুলস-১৯৬৪ দ্বারা বাংলাদেশে নোটারি পাবলিকের বিষয়টি নিয়ন্ত্রিত হয়।
▶সাধারণত কোনো ব্যক্তি:
>> যিনি কমপক্ষে সাত বছর আইনজীবী হিসেবে কর্মরত আছেন অথবা
>>বিচার বিভাগের সদস্য হিসেবে কমপক্ষে পাঁচ বছর কর্মরত ছিলেন অথবা
>>সরকারের আইনি খসড়া এবং
>>সরকারের আইন প্রণয়নকাজে নিয়োজিত ব্যক্তি নোটারি পাবলিক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্যতা রাখেন