একাধিক মামলায় আসামী মোঃ তারিফ উদ্দিন, পিতা-মোঃ নূরুল ইসলাম,মাতাঃ হনুফা বেগম, গ্রাম: মাইজ গাঁও ফেনসুগনজ জেলা- সিলেট দেশে একাধিক মামলায় আসামী হয়ে পলাতক আছেন। নানা জনেরমতে একসময়ের তুখুর ছাত্র নেতা ছিলেন সে। ছাত্রলীগের রাজনীতিতে ছিল তার অনেক সক্রিয় অবদান। ১৫ আগষ্ট তার বাড়ীতে এক অনুষ্ঠানের আয়োজন হয় এই দিন অতর্কিত হামলা হয় তাহার বাড়ী ঘরে। ছাত্রকালে বাংলাদেশ ছাত্রলীগ এর সাথে জড়িত এবং সক্রিয় একজন কর্মী এবং ১৮/০৯/২০১৭ সালে ফেনসুগনজ সরকারী কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক হয়ে। পরবর্তি সময়েও ২০১৯ সালের ৫ জানুয়ারী থেকে ২০/১২/২০২১ইং তারিখে বাংলাদেশ ছাত্রলীগ কে সু-সংগঠিত করতে নিরলস ভাবে কাজ করে ২নং মাইজ গাঁও ইউনিয়ন শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করে। বাংলাদেশ ছাত্রলীগ এর রাজনীতি করায় নানাজনের প্রতি হিংস্যায় সে নিরাপত্তাহীন এবং তাহার পরিবার বাংলাদেশে নিরাপত্তাহীনতায় বসবাস করছে।