গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা,আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় এর অধীনে জেলা লিগ্যাল এইড সিলেট এর প্যানেল আইনজীবী হিসাবে নিয়োগ পেয়েছেন এডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সিলেট জেলা বারের আইনজীবী সকলের সু-পরিচিত মুখ সিলেট জেলা জজ আদালতের এডভোকেট কমিশনার,নোটারী পাবলিক (সমগ্র বাংলাদেশ) আয়কর উপদেষ্ঠা এডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সিলেট জেলা বারের আইনজীবী হিসাবে সিলেট জজ কোর্ট এ নিয়মিত ভাবে সুনামের সহিত আইন পেশা চালিয়ে যাচ্ছেন। ০৫ ই জানুয়ারী ২০২৫ইংএ নিয়োগ প্রদান করা হয়। এ নিয়োগের মধ্যে দিয়ে তিনি সিলেট জেলার লিগ্যাল এইড সিলেট এর প্যানেল আইনজীবী হলেন।
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডেরে বিশ্বনাথেরগাঁও (এডভোকেট হাউস) এর মরহুম মোঃমোজাহিদ আলীর পুত্র এডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক সুনামের সহিত আর যে যে সংগঠনের সহিত জড়িত আছেনঃ আয়কর আইনজীবী হিসাবে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদস্য,রেড ক্রিসেন্ট সোসাইটি এর আজীবন সদস্য ,বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনে সিলেট জেলা সভাপতি,কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য,বিশ্বনাথ উপজেলা আইনজীবী সমিতির সদস্য,মোজাহিদ আলী মেমোরিয়াল ট্রাস্ট এর চেয়ারম্যান,এডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা । এডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক আইনজীবী হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করছেন। সিনিয়র জেলা ও দায়রা জজ সিলেট ও চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটি জনাব শেখ আশফাকুর রহমান স্বাক্ষরিত একপত্রে এ নিয়োগ দেয়া হয়। সে আলোকে ০৯ ই জানুয়ারী ২০২৫ইং এ যোগদান করেন।
শুভেচ্ছা বার্তাঃ এডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক এক শুভেচ্ছা বার্তায় বলেন-জেলা লিগ্যাল এইড সিলেট এর প্যানেল আইনজীবী নিয়োগ লাভ করায় মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করেন। জেলা লিগ্যাল এইড সিলেট এর চেয়ারম্যান মহোদয় কে অভিনন্দন জানান। সহ সংশ্লিষ্ট সকল কে অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানান। এখন থেকে এডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক সিলেট জেলা আইনজীবী সমিতির ৫নং বার হলের ২য় তলায় এবং চেম্বারঃ৩/৮ সুরমা মার্কেট (৩য় তলা) সিলেট মোবাঃ 01711-267480 এই চেম্বারে লিগ্যাল এইড সংক্রান্ত আইনগত সহায়তার সকল কার্যাদি সম্পন্ন করবেন।