১২/০১/২০২৫ ইং তারিখে জেলা লিগ্যাল এইড কমিটি সিলেটের বিজ্ঞ প্যানেল আইনজীবীবৃন্দের সাথে সরকারি আইনগত সহায়তা প্রাপ্তি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি(এডিআর) এর মাধ্যমে বিরোধ নিরসনে প্যানেল আইনজীবীদের করণীয় র্শীষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা লিগ্যাল এইড অফিসার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ জনাব বিশ্বেশ্বর সিংহ সহ আরো উপস্থিত ছিলেন – বিজ্ঞ প্যানেল আইনজীবী এডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক,এডভোকেট জসিম উদ্দিন,এডভোকেট কবির আহমদ,এডভোকেট ওয়াজিহ উদ্দিন তারিক,এডভোকেট অনির্বাণ চৌধুরী,এডভোকেট শামছুল আলম দুস্কী,এডভোকেট সুব্রত দাশ,এডভোকেট হাসিনা মমতাজ,এডভোকেট আব্দুল গফফার,এডভোকেট মোঃ মিছবাহুজ্জামান জাকারিয়া খান প্রমুখ।