
আল–হামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে যার অসীম দয়ায় মোজাহিদ আলী মেমোরিয়াল ট্রাস্ট্র” এর পথ চলা । সালাত ও সালাম জানাই সরওয়ারে কায়েনাত,শাফিউল মুজনিবীন,প্রিয় নবী,হযরত মুহাম্মদ মুস্তফা (সা.) এর দরবারে রিসালতে। হযরত শাহজালাল (র.). হযরত শাহপরান (র.),গাজী বুরহান উদ্দিন (রহ.) ও ৩৬০ আউলিয়া ও শামসূল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.) স্মৃতি বিজড়িত বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত পুন্যভুমি সিলেট । সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা থেকে একটি বহুল পরিচিত সামাজিক সংগঠন মোজাহিদ আলী মেমোরিয়াল ট্রাস্ট্র” বাংলাদেশে গুরুত্বর্পূণ ভাবে সামাজিক ভাবে কাজ করে আসছে। সত্য নিয়ে আমাদের পথ চলা, সর্বদাই আমরা নিরেপেক্ষ, গরীব অসহায়দের পাশে থেকে আপোষহীন ভাবে কাজ করাই আমাদের মূল লক্ষ অধিকার প্রতিষ্টায় আমরা সহযোগী। আমরা সর্বদাই সত্য সঠিক ভাবে অসহায় মানূষদের সহায়তা করে থাকি। কোন ব্যক্তি,দল বা গোষ্টির কাছে প্রভাবিত না হয়ে সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে সামাজিক ভাবে প্রচার করায় ইতিমধ্যে মোজাহিদ আলী মেমোরিয়াল ট্রাস্ট্র” সুধিজনদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি।ধীরে ধীরে,হাটি হাটি পা পা করে মোজাহিদ আলী মেমোরিয়াল ট্রাস্ট্র” অগ্রসর হচ্ছে। মোজাহিদ আলী মেমোরিয়াল ট্রাস্ট্র” যুগের পর যুগ দেশে গুরুত্বপূর্ণ ভাবে অত্যান্ত বিশ্বস্ততার সহিত সামাজিক কাজ করে যাওয়ায় অংগিকারবদ্ব। এ জন্য সম্মানিত সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা যে বড়ই প্রয়োজন। সঠিক ভাবে দায়িত্ব পালন করার আপ্রাণ চেষ্টা করছি। অনেক সময় অনেকের অনেক বক্তব্য আমরা পেয়ে থাকি কিন্তু সকলের সকল কথার আলোকে কাজ করতে না পারায় আমরা দু:খ প্রকাশ করছি। আমাদের ভূলক্রটি ক্ষমা সুন্দর দৃর্ষ্টিতে দেখাবেন এটাই আমাদের প্রত্যাশা। সামাজিক সংগঠন হিসাবে মোজাহিদ আলী মেমোরিয়াল ট্রাস্ট্র”বাংলাদেশের সংবিধান,আইন,আদালত ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো কাজের সহযোগী নই সে বিষয়টি সকলের নজরে রাখার অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য আইনের আওতায় প্রকাশ করতে ক্ষমতা রাখেন। সংগঠনটি শুরুর খুব অল্প সময়ের মধ্যে দেশ বিদেশে সকলের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। শুরু থেকেই মোজাহিদ আলী মেমোরিয়াল ট্রাস্ট্র” সামাজিক করছে । মানসম্মত ভাবে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ সহ সামাজিক কাজে জড়িত থেকে নানা কাজ পরিবেশনের মাধ্যমে ইতিমধ্যে সকলের মন জয় করেছে। প্রতিদিন নানা শ্রেণী পেশার অসংখ্য মানুষ দয়ায় মোজাহিদ আলী মেমোরিয়াল ট্রাস্ট্র” এর কাজ দেখছেন।
পরিশেষেঃ মোজাহিদ আলী মেমোরিয়াল ট্রাস্ট্র”এর বিভিন্ন কাজে যারা নিয়মিত ভাবে পরামর্শ,শ্রম,নানা ভাবে সহযোগীতা করছেন তারা সহ শুভানুধ্যায়ীদের সকল কে মোজাহিদ আলী মেমোরিয়াল ট্রাস্ট্র” পরিবারের পক্ষ থেকে জানাই মোবারকবাদ।
মোহাম্মদ আব্দুর রাজ্জাক
চেয়ারম্যান মোবা: ০১৭১১–২৬৭৪৮০